নয়নতারা এর অন্যতম সেরা তামিল থ্রিলার মুভি Imaikkaa Nodigal দেখুন এখন বাংলা সাবটাইটেলে সাথে আমার দেয়া রিভিউ ত থাকছেই। থ্রিলার প্রেমিরা না দেখলেই মিস করবেন।


Movie Name: Imaikkaa Nodigal (2018)
Film Stars: Nayanthara, Atharvaa Murali, Anurag Kashyap
Directed: R. Ajay Gnanamuthu
Released Date: 29 August 2018 (USA)
Types: Thriller
ImdB: 8.0/10
Personal Rating : 8.4/10
language : Tamil+Bsub
Movie Quality: HDRip
File Size: 700MB

…….মুভি নিয়ে কিছু কথা…..
★নয়নতারা, অনুরাগ কাশ্যপ এবং আথার্ভা অভিনীত ২০১৮ সালের অন্যতম সেরা তামিল থ্রিলার মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি।
★রোমান্টিক এঙ্গেলটা কিছুটা কমিয়ে দেখালে আরো ভালো হতো। রাশি খান্নার চরিত্রটি ছাড়া বাকি প্রত্যেকেই দারুণ কাজ করছে।
★বিশেষ করে নয়নতারা আর আথার্ভার কাজ খুবই ভালো। তবে ফাটিয়ে দিয়েছে সাইকো চরিত্রে আনুরাগ কাশ্যাপ। যেই লোক ভিলেনের জোরালো ভয়েস দিয়েছেন অর্থাৎ পরিচালক সাহেবের কাজ পুরাই অস্থির।
★ দেখার মত দূর্দান্ত এক একশান থ্রিলার সিনেমা।

…….মুভি রিভিউ ……
রুদ্রা নামধারী এক ভয়ানক চরম ধূর্ত সাইকো কিলারের দীর্ঘ সময় আবারো আবির্ভাব হয়। একের পর এক কিডন্যাপ করে চলছে, মুক্তিপণের দাবিও করছে বরাবর ২ কোটি টাকা। কিন্ত মুক্তিপণের টাকা সে হাতে পেলেও খুন করে লাশকে টুকরো টুকরো করে পাঠিয়ে দেয় পরিবারের কাছে। এই কারণে বিপাকে পড়ে সি বি আইয়ের কর্মকর্তাগণেরা। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার সি বি আইয়ের স্পেশাল অফিসার অঞ্জলির সাথে রুদ্রার আক্রোশ বড্ড বেশি। কিন্তু তবুও রুদ্রা পুলিশের কাছে তার খেলা আরো সহজ করে তোলে। প্রত্যেক কিডন্যাপের আগে সে সব জানিয়েই করবে৷ পুলিশ তব্দা বনে যায়, তার সাহসিকতায়। সব পরিপূর্ণভাবে প্ল্যানমতো ঘটানোর পরে রুদ্রা ঠিকই তার খুনের খেলা দেখিয়ে যাচ্ছে। আর সি বি আইয়ের কর্মকর্তা গণেরা একেবারে দিশেহারা হয়ে পড়ে।
টানটান উত্তেজনাপূর্ণ গল্পের থ্রিল এতটাই আপনাকে মজিয়ে ফেলবে যে আপনি টুইস্ট দেখে সত্যি তব্দা খেয়ে যাবেন। আরে ঘটনা তাহলে এটা!!! বলে চমকে উঠবেন।
বিঃদ্রঃ কিছু তথ্য কপি করা হয়েছে আপনাদের কে কিছু জানানোর জন্য। হিন্দি ডাব নেই এর কোন।
প্রথমেই বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করে নিন।
অনেক ত বক বক শুনলেন আমার এবার ডাইরেক্ট মুভি টি ডাওনলোড করুন।

Post a Comment

[blogger]

Shoukat Mahmud

{picture#https://ibb.co/Lvrwg2G} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.